সুখ এমন একটা জিনিস যেটা আসলে মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। আপনি একটা জিনিস দেখবেন যে যাদের লক্ষ-লক্ষ, কোটি- কোটি টাকা আছে তারা কিন্তু আসলে সুখী না। তারা কিন্তু সবসময় ব্যস্ত থাকে কিভাবে তাদের সম্পদ আরও বাড়ানো যাবে, কীভাবে তারা আরও সম্পদের মালিক হবে। তারা কিন্তু মনে করে যে এই এতো টাকা পয়সা, গাড়ি, বাড়ি এসবকিছু থাকলেই হয়ত সুখ খুঁজে পাওয়া যায় কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। উদাহরণ হিসেবে আমি আপনাদের আমাদের বিভিন্ন ক্লাসে ইংরেজিতে Completing Story বা Unseen passage বলে যে অংশগুলো আছে আবার বাংলা বই এর কথাও বলতে পারেন। ওগুলোর কথা যদি বলি ওখানে একটা গল্প আছে যে একটা রাজার অসুখ হয়েছিলো যেখানে তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিলো একজন সুখী মানুষের জামা। পুরো শহর খুঁজেও কিন্তু কোনো সুখী মানুষের সন্ধ্যান পাওয়া যায়নি অবশেষে সন্ধ্যেবেলা একজন মানুষকে পাওয়া যায় যার কিছুই নেই রান্না করা হাড়ি- পাতিল, আর ঘুমানোর মতো একটা ঘর ছাড়া। সে নিজেকে খুশি মানুষ বলে দাবি করল। অর্থাৎ আপনি দেখেন সুখ মানেই কিন্তু অর্থসম্পদ না। কারণ ঐ রাজার কিন্তু অফুরন্ত সম্পদ আছে তবুও সে সুখী নয় কিন্তু যার কিছুই নেই সে কিন্তু সুখী অর্থ্যাৎ আপনি আপনার চাহিদা যত রাখবেন ততটা বেশি আপনার চিন্তা বেড়ে যাবে। আপনি আপনার হাতের মোবাইলটা নিয়েই সন্তুষ্ট থাকুন দেখবেন আপনার কিন্তু Apple 12 Pro Max এর প্রতি মন খারাপ হবেনা কারণ আপনি সুখে আছেন ওটা নিয়েই। কিন্তু যদি আপনি ওটা নিয়ে ভেবে থাকেন তাইলে কিন্তু আপনি অসুখী। এজন্য আমি সবসময় এটা বলি যে একটা বার আপনি আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে নজর দিন দেখুন আমি বলছি যে আপনার যদি কোনো অসহায় মানুষের জন্য মন খারাপ না হয় তখন আমাকে ফেসবুকে নক দিয়েন যে ভাই আমার মন খারাপ হয়নি। এজন্য সবসময় চেষ্টা করুন নিজেকে খুশি রাখার জন্য।”
~ সাজিদ আহমেদ
প্রতিষ্ঠাতা, মেন্টরস স্কুল