সবসময় আসলে মানুষকে দোষারোপ করলে হয়না, সবকিছুর পরে আসলে ভাগ্যে নেই বলে একটা কথা আছে😊। কারণ মানুষ চাইলেই ভাগ্য বদলাতে পারে এটা সত্য কিন্তু এই ভাগ্যটাকে বদলানোর জন্য অনেক সময় জীবন দিয়েও পরীক্ষা দেওয়া লাগে😊 একজন নিম্নবিত্ত মানুষ কিন্তু যতই পরিশ্রম করুক না কেনো সে কিন্তু রাতারাতি বা এক মাসের ভেতরে উচ্চবিত্ত হয়ে যেতে পারেনা😊। আবার একটা জিনিস দুজন মানুষের সমানভাবে পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু দুজন মানুষের একজন মানুষ গুরুত্বহীন ভাবে চললে সে কাজটা সফলতার মুখ হয়তোবা দেখতে পাবেনা উলটো অপর মানুষটা চুরমার হয়ে যাবে😅 কারণ প্রতিটা মানুষের স্বপ্ন থাকে এবং প্রতিটা মানুষই স্বপ্ন নিয়ে বাঁচে😊 কারো স্বপ্ন অর্থ, বিত্ত বা বৈবাহের আবার কিছু মানুষের স্বপ্ন আপন মানুষের সাথে জীবনের কিছু সময় পার করা😅
সবকিছুর পরে আসলে ভাগ্যে নেই

previous post